Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২১

বাংলাদেশের মহেশখালী-কুতুবদিয়া সংলগ্ন নিয়ারসোর (Nearshore) সমুদ্র এলাকার সেডিমেন্টোলজিক্যাল ও মিনারেলজিক্যাল বিন্যাস (distribution) ও সেডিমেন্টের উৎস নির্ণয়করণ।

 

 

গবেষণার ফলাফলঃ মহেশখালি থেকে চট্টগ্রাম সমুদ্র এলাকায় গবেষণা ক্রুজের মাধ্যমে ৫ কিলোমিটার অন্তর অন্তর ৪০টি স্যাম্পল গ্রাব স্যামপ্লার দিয়ে সংগ্রহ করা হয়েছে। ল্যাবরেটরিতে ৪০ টি স্যাম্পলের সেডিমেন্ট টেক্সচার এবং ভারী খনিজ চিহ্নিত করা হয়েছে।